[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এনসিপির জুলাই প্রদর্শনী চলার মধ্যে দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ককটেল বিস্ফোরণ | প্রতীকী ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এনসিপি সূত্র জানায়, রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলছিল। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আজ রাত আটটার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন