প্রতিনিধি আনোয়ারা
![]() |
আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আজ বিকেলে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কেইপিজেডের ভেতরে দৌলতপুর গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কাজ শেষে চট্টগ্রামমুখী একটি বাসে করে শ্রমিকেরা ফিরছিলেন। দৌলতপুর গেট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হুড়াহুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের কেইপিজেডের নিজস্ব হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের কয়েকজনের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিক নুরুন নাহার বলেন, ‘হঠাৎ করে বাসটি উল্টে যায়। অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে একটি শ্রমিকবাহী বাস উল্টে যায়। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।