নিজস্ব প্রতিবেদক ঢাকা

লাশ | প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।

 সোমবার দুপুরে আনোয়ারা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হাসান বশির বলেন, ‘শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আনুমানিক বয়স ১২ বছর। তার পরনে ছিল চেক শার্ট ও জিনস প্যান্ট।’

পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের দাবি, দুই দিন আগে এক যুবকের সঙ্গে শিশুটিকে হোটেলে উঠতে দেখা যায়। হোটেলের রেজিস্টারে ওই যুবকের নাম লেখা হয়েছে আল আমিন। আজ দুপুরে হোটেল কর্তৃপক্ষ সন্দেহজনকভাবে রুমটি বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এসআই হাসান বশির বলেন, ‘আমরা গিয়ে দেখি রুমটি বাইরে থেকে তালাবদ্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর শিশুটির লাশ পাই। তার ঘাড় মটকানো ছিল, ডান চোখে ছিল আঘাতের চিহ্ন।’

পুলিশ বলছে, শিশুটির সঙ্গে থাকা আল আমিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এসআই হাসান বশির।