[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আষাঢ়েও রাজশাহীতে বৃষ্টির ধরনে পরিবর্তন, কেন এই বৈচিত্র্য?

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

এবারের আষাঢ়ে রাজশাহীতে বৃষ্টির ভিন্ন রূপ। বুধবার চারঘাটের বড়াল নদে বৃষ্টিতে ভিজে মাছ ধরছেন এক জেলে  | ছবি: পদ্মা ট্রিবিউন

গতকাল বুধবার রাজশাহীতে সকাল থেকে বৃষ্টি হয়েছে। আষাঢ় মাসের শুরু থেকেই এখানে বৃষ্টি ঝরছে। অথচ গত বছর আষাঢ় মাসে মাত্র এক দিন বৃষ্টি হয়েছিল। তার আগের বছর ২০২৩ সালে বৃষ্টি হয়েছিল মাত্র তিন দিন। ২০২২ সালে চার দিন, ২০২১ সালে ছয় দিন, তার আগের বছর ২০২০ সালে বৃষ্টি হয়েছে পাঁচ দিন।

এবারের মতো আষাঢ়ে এমন বৃষ্টি সাম্প্রতিক বছরগুলোতে কবে হয়েছে, তা কেউ মনে করতে পারেন না। এবারের বৃষ্টির রূপ একেবারেই আলাদা। আষাঢ়ের ২৬ দিনে ২৫ মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে মাত্র দুই দিন; কিন্তু প্রতিদিনই অল্প হলেও বৃষ্টি হয়েছে।

রাজশাহী অঞ্চলে বৃষ্টি নিয়ে একটি লোককথা প্রচলিত আছে, ‘সারা বছরের খরা, এক দিনের ঝরা।’ সেই রকম বৃষ্টি এক দিন হলেই গ্রামের পুকুর-ডোবা, খাল-বিল সব ভরে যেত। আর কোথা থেকে যেন হলুদ রঙের ব্যাঙ বের হয়ে আসত। তারা ডোবার ধারে বসে গাল ফুলিয়ে ফুলিয়ে ডাকত। অনেক দিন আর সেই দৃশ্য চোখে পড়ে না।

জেলার চারঘাট উপজেলার ভয়ালক্ষ্মীপুর গ্রামের অটোরিকশাচালক হাবিবুর রহমান (৬০) বলেন, এ বছর এক দিন তিনি কয়েকটি ব্যাঙ দেখেছেন। সেদিন একটু ভারী বৃষ্টি হয়েছিল। তা ছাড়া আগের মতো বৃষ্টি হলেই ব্যাঙের ডাক আর শোনা যায় না।

বাঘা উপজেলার পাঁচপাড়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক রফিজ উদ্দিন বলেন, এ বছর চৈত্র মাসে এক দিন ভারী বৃষ্টি হয়েছে। সেদিন কয়েকটি ব্যাঙ তিনি দেখেছেন। তা ছাড়া এই যে ভরা আষাঢ় মাস যাচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে; কিন্তু পুকুর, ডোবা–নালা কিছুই ভরেনি। ব্যাঙও ডাকেনি। রাজশাহীর চারঘাটের বড়াল নদ এখনো শুকিয়ে আছে। শুধু চারঘাট স্লুইসগেটের সামনে একটু জায়গায় পানি আছে। জেলার কোনো উপজেলাতেই বড় পুকুর-ডোবা, খালে-বিলে আষাঢ়ের থইথই করা পানি নেই।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এবার আষাঢ়ের চতুর্থ দিন রাজশাহীতে মাসের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেটি ছিল ৪৭ মিলিমিটার। এরপর আষাঢ়ের নবম দিনে বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।

রাজশাহীতে ১৩ বছর ধরে আবহাওয়ার তথ্য লিপিবদ্ধ করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষক, নওগাঁর শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ। তাঁর হিসাবমতে, এবার আষাঢ়ের প্রথম দিন থেকে শুরু করে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে; কিন্তু এক দিনও ভারী বৃষ্টি হয়নি। তিনি বলেন, আগের দিনে লাগাতার বৃষ্টি হতো। এলাকার মুরব্বিরা বলতেন, ‘শনিতে সাত আর মঙ্গলে তিন।’ অর্থাৎ শনিবার বৃষ্টি শুরু হলে সাত দিন ধরে লেগে থাকত। আর মঙ্গলবারে শুরু হলে তিন দিন ধরে লেগে থাকত। তখন বৃষ্টিতে পুকুরের মাছ ভেসে যেত। এখন বৃষ্টির সেই চেহারা বদলে গেছে। তবে এবার আষাঢ়ের চেহারা একেবারেই ভিন্ন। মাসের প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে; কিন্তু কাজে লাগার মতো বৃষ্টি হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান বলেন, কয়েক বছর ধরে এল–নিনোর প্রভাব প্রবল ছিল। এ কারণে রাজশাহীতে বৃষ্টিপাত সে রকম হয়নি। এবার দেখা যাচ্ছে ঠিক বিপরীতমুখী অবস্থার তৈরি হয়েছে। এটার কারণ হচ্ছে লা–নিনার প্রভাব প্রবল হয়েছে। গত বছর এ সময়ে আবহাওয়া যত উষ্ণ ছিল, এবার ততটাই শীতল। এটা হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে। প্রতিদিনই একটু না একটু বৃষ্টি হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন