নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে | ছবি: পদ্মা ট্রিবিউন |
এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে মোট ১ হাজার ৮৬৬ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৮১৪ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এ বছর ৬৬৩ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।
আজ বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ হাজার ৫৫২ জন পাস করেছে। পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় ২২৮ শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২১০ জন।
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রাখার ব্যাপারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘এটি একটি গৌরবময় অর্জন, যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এ অসাধারণ প্রাপ্তি আমাদের শিক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’
মোহাম্মদ জিয়াউল আলম আরও বলেন, ‘গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সচেতনতার ফলেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে সেরা ফল অর্জন করতে পারছে।’
এ ছাড়া মাইলস্টোন কলেজ প্রশাসনকে উপযুক্ত কর্মপরিকল্পনা ও যথাযথ দিকনির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।