[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে লেকের নামকরণ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শাহজালাল বিশ্ববিদ্যালয়

জুলাই অভ্যুত্থানে শহীদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রুদ্র সেনের স্মরণে ক্যাম্পাসের ফুডকোর্ট–সংলগ্ন নির্মিত নতুন লেক। সম্প্রতি তোলা  | ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই গণ-অভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের নামে ক্যাম্পাসের একটি লেকের নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফুডকোর্ট–সংলগ্ন নতুন নির্মিত লেকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ১৮ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় একটি খালের পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বলেন, ‘আমরা নতুন এই লেককে শহীদ রুদ্র সেনের নামে “রুদ্র সেন লেক” হিসেবে ঘোষণা করলাম। আশা করি, তাঁর পরিবার এতে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবে। রুদ্রের আত্মত্যাগের একটি বাস্তব নিদর্শন হিসেবে এই লেক তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। আমরা তাঁর পরিবারের শোক কাটিয়ে উঠতেও পাশে থাকব।’

এ সময় লেকের পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, ‘রুদ্র সেন লেক যেন পরিচ্ছন্ন ও সুন্দর থাকে, সেই দায়িত্ব আমাদের সবার। প্লাস্টিক দূষণ রোধে সবাই সচেতন থাকতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোসলেহ উদ্দীন আহমেদ, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান আবুল হাসনাত, বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন