প্রতিনিধি বান্দরবান
![]() |
পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি |
বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন এলাকার তারাছা খালে ডুবে উবাইচিং মারমা (৪০) নামে স্থানীয় এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শীলবান্ধাপাড়ার নিচের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় সামান্য আঘাতের দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এর এক সপ্তাহ আগে ২৫ জুলাই শীলবান্ধাপাড়ায় উথোয়াইশৈ মারমা (১৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছিল। চোলাই মদ পান করে তাঁর দুই বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে তারাছা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, উবাইচিং মারমা পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল বুধবার রাতে পাড়ার বৌদ্ধবিহারে ঘুমাতে গিয়েছিলেন তিনি। গভীর রাতে বৌদ্ধবিহার থেকে তিনি উধাও হয়ে যান। সকালে পাড়ার নিচে তারাছা খালে তাঁর লাশ পাওয়া যায়।
দেবতাখুমসংলগ্ন শীলবান্ধাপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে আলেক্ষ্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে উবাইচিং মারমা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁর দুই সন্তান ও বৃদ্ধা মা ছাড়া বাড়িতে কেউ নেই। রাতে কী মনে করে হয়তো খালে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই।
রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ জানিয়েছেন, তারাছা খাল থেকে উবাইচিং মারমার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটি পানির স্রোতে পাথরের সঙ্গে আঘাতে হয়েছে কি না, বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।