[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাংনী বাজারে ককটেল ফাটিয়ে ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মেহেরপুর

ডাকাতি | প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যবসায়ীদের মারধর করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলায় পোড়াপাড়া-যুগিন্দা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে গাংনী বাজার থেকে চার-পাঁচজন গরু ও সবজি ব্যবসায়ী কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কের নির্জন এলাকায় ডাকাত দল তাঁদের গতিরোধ করে। তারা ব্যবসায়ীদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় আতঙ্ক তৈরি করতে ডাকাতেরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ব্যবসায়ীদের কাছ থেকে মুঠোফোনগুলো ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এবং তাঁদের বলে পরে যেন খুঁজে নিয়ে যান।

ডাকাতির শিকার ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, ‘গাংনী বাজারে গরুর মাংস বিক্রি করে বাড়ি ফিরছিলাম। এ সময় পোড়াপাড়া গ্রামের ইটপাড়া সড়কে হঠাৎ মুখোশপরা সাত-আটজন গতিরোধ করে টাকা কেড়ে নেয়। এরপর তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মুঠোফোন কেড়ে নিয়ে আশপাশে ফেলে দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ঘটনার শোনার পরই পুলিশ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন