[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৮ মার্চ পরিদর্শনে গেলে বিষয়টি অধিদপ্তরের নজরে আসে | ছবি: পরিবেশ অধিদপ্তরের সৌজন্যে

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জমির উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশন লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের কাজ করছিল। সেখানে প্রতিষ্ঠানটির একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অনুমোদন ছাড়াই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করায় ফাউন্ডেশনটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রায় ছয় হাজার ঘনফুট পাহাড় কেটেছে। এ বছরের ২৮ মার্চ বিষয়টি অধিদপ্তরের নজরে আসে। এরপর একাধিকবার এলাকাটি পরিদর্শন করা হয় এবং শুনানি হয়। চূড়ান্ত শুনানি শেষে এ জরিমানা আরোপ করা হয়।

আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘পাহাড় কাটার জন্য আমাদের জরিমানা করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপিল করব।’

এদিকে সরই এলাকায় আরেকটি পৃথক স্থানে পাহাড় কাটার অভিযোগে মো. কবির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জমির উদ্দিন।

অন্যদিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি ব্যবহারের অভিযোগে সততা ব্রিকস এন্টারপ্রাইজ নামের একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন