[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, মামলা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

অপহরণ | প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুই যুবক। বুধবার দুপুরে উপজেলার পাকশী রেলওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে স্কুল থেকে বের হচ্ছিল। এ সময় নাঈম হোসেন ও তন্ময় নামের দুই যুবক জোর করে তাকে একটি গাড়িতে তোলার চেষ্টা করে। মেয়েটির চিৎকার শুনে সহপাঠী ও আশপাশের লোকজন এগিয়ে এলে দুই যুবক পালিয়ে যায়। খবর পেয়ে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে।

নাঈম পাকশীর ঝাউতলা এলাকার ইউপি সদস্য মনোয়ার হোসেন লিটনের ছেলে এবং তন্ময় একই এলাকার আসাদুল হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘নাঈম ও তন্ময়কে আসামি করে থানায় মামলা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন