[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা ‘অনুতপ্ত’ হওয়ায় বরখাস্তের আদেশ প্রত্যাহার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

জাহিদ হাসান রাসেল | ছবি: সংগৃহীত

রাজশাহীতে রিকশাচালককে প্রথমে জুতাপেটা ও পরে লাঠিপেটা করে আলোচিত সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাঁর সাময়িক বরখাস্ত থাকার সময়টিও এখন কর্মকাল হিসেবে গণ্য করে তাঁকে নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

গত রোববার (২৭ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁকে বুধবারের (৩০ জুলাই) মধ্যে সেখানে যোগ দিতে বলা হয়। এর আগে তিনি রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ২ ফেব্রুয়ারি তিনি এক রিকশাচালককে নির্দয়ভাবে পেটান। এর ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

জাহিদ হাসানের স্ত্রী একজন বিচারক। রাজশাহীতে ঘটনাটি ঘটেছিল জাজেস কোয়ার্টারের সামনেই। ভাড়া ঠিক করে না উঠে কম টাকা দেওয়ায় রিকশাচালক তাঁকে ‘লাট সাহেব’ বলেছিলেন বলে অভিযোগ। এতেই মেজাজ হারিয়ে ওই রিকশাচালককে জুতাপেটা করেন তিনি। এরপর গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে তিনি রিকশাচালককে পেটান। 

পরে ৩ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শহীদুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তাও নিযুক্ত করা হয়। তদন্ত শেষে শহীদুল ইসলাম সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করেন। এর ভিত্তিতে গত ২২ জুলাই সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিনের সই করা প্রজ্ঞাপনে দেখা গেছে, জাহিদ হাসান তাঁর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁর দ্বারা আর হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামাও দিয়েছেন। রিকশাচালকের সঙ্গে ‘ভুল–বোঝাবুঝি সৃষ্টির কারণে’ তিনি ক্ষমাও প্রার্থনা করেন।

জাহিদ হাসান তাঁর লিখিত বক্তব্যে বলেছেন, ঘটনাটি তাঁর জীবনকে বদলে দিয়েছে। ওই ঘটনার পর থেকে তিনি নিজেকে শুধরে নিয়েছেন। এ শোধরানোর মধ্য দিয়ে তিনি বাকি জীবন অতিবাহিত করতে পারবেন। তাই তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা সমীচীন মর্মে মন্ত্রণালয়ের কাছে প্রতীয়মান হয়েছে। এ জন্য সাময়িক বরখাস্তের আগের আদেশ প্রত্যাহার করা হলো এবং তাঁর সাময়িক বরখাস্তকাল কর্মকাল হিসেবে গণ্য করা হলো।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, জাহিদ হাসানের বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি তিনি জানেন। রিকশাওয়ালাকে জুতাপেটা করার ঘটনায় তাঁর কিছুই হলো না—এ প্রসঙ্গে তিনি বলেন, কিছুই হলো না এটা ঠিক নয়। অনেক কিছুই হয়েছে। চাকরি বিধি অনুযায়ী সবকিছুই তার রেকর্ডে থেকে যাবে। ভবিষ্যতে তার চাকরির ওপরে এর প্রভাব পড়বে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন