[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুরাদনগর নির্যাতন ভিডিও: নেপথ্যের ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি কুমিল্লা

 শাহ পরান | ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের সেই নারীকে পাশবিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর আপন ছোট ভাই।

র‍্যাব-১১ সিপিসি-২–এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ বিকেলে জেলার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই শাহ পরান আত্মগোপনে ছিলেন।

র‍্যাবের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘শাহ পরান বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানানো হবে। বিস্তারিত তুলে ধরবেন র‍্যাব-১১–এর সিইও।’

পুলিশের সূত্র বলছে, ওই নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের মুখেও শাহ পরানের নামটি উঠে আসে। তিনি ছিলেন ভিডিও ছড়ানোর নেপথ্যে। তাঁর পাঠানো লোকজনই ওই নারীকে বিবস্ত্র অবস্থায় নির্যাতন এবং ভিডিও ধারণ করেন বলে অভিযোগ তাঁদের।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘শাহ পরানকে র‍্যাব আটক করেছে বলে জেনেছি। তবে এখনো আমাদের কাছে তাঁকে হস্তান্তর করেনি। আমাদের কাছে তাঁকে হস্তান্তর করলে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন