[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়াইলে ফুটবল খেলা নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা এক যুবককে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নড়াইল

ছুরিকাঘাত | প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুর রহমান সর্দার (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জিল্লুর রহমান সর্দার উপজেলার কুলশুর গ্রামের বাসিন্দা। তিনি হাসেম সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কালিয়ার কুলশুর গ্রামে শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে কুলশুর ও বাবুপুর গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ আছে, বাবুপুর গ্রামের কিছু লোক কুলশুর গ্রামে গিয়ে জিল্লুর রহমানের ওপর হামলা চালান এবং তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় তাঁকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে জিল্লুর রহমানের ওপর হামলা হয়েছে। পরে তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন