[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিক হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পটুয়াখালী

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মো. শামসুল হক নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদের সামনে তাঁদের এই হুমকি দেওয়া হয় বলে দাবি ওই সাংবাদিকের।

এই ঘটনায় মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শামসুল হক। শামসুল হক দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি। জিডির বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় মির্জাগঞ্জের সেনাক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল হক। এতে বলা হয়, তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য যান। উপজেলা পরিষদের ফটকের সামনে পৌঁছাতেই কামরুজ্জামান জুয়েলসহ আরও দুজন শামসুল হকের মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।উপজেলায় এলে শামসুল হকের হাত-পা ভেঙে দেওয়ারও হুমকিও দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট তাঁকে উপজেলা পরিষদের ফটকের সামনে আটকে রাখা হয়। এসব নিয়ে কোনো অভিযোগ করলে তাঁকে হত্যার ভয় দেখিয়ে ওই তিনজন চলে যান।

অভিযোগের বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক শামসুল হককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তাই কোনো কথা বলতে তিনি আগ্রহী নন।

বিষয়টি নজরে আনা হলে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ দেয়, সে ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে তাঁর (কামরুজ্জামান জুয়েল) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন