[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ভেঙে ফেলা হলো শাহবাগ প্রজন্ম চত্বরের স্থাপনা। রোববার সকালে | ছবি: সার্মান  

রাজধানীর শাহবাগে আন্দোলন-সংগ্রামের স্মারক ‘প্রজন্ম চত্বর’ ভেঙে দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। শনিবার গভীর রাতে বুলডোজার দিয়ে এটি গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার সরেজমিনে দেখা গেছে, চত্বরটির এক পাশ ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। আশপাশের চা দোকানিদের ভাষ্য, রাত ১২টার পর ভাঙার কাজ শুরু হয়। তবে কেন এটি ভাঙা হলো, সে বিষয়ে তারা কিছু জানেন না।

প্রজন্ম চত্বরের স্থাপনার এক পাশ ভেঙে পড়ে আছে। রোববার দুপুরে শাহবাগ থেকে  | ছবি: সার্মান   

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘এটা গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। তারা ভাঙার আগে আমাকে জানিয়েছিল, যাতে কেউ জড়ো হয়ে প্রতিবাদ না করতে পারে। তবে কোনো বাধা সৃষ্টি হয়নি, মবও গড়ে ওঠেনি। যতদূর জানি, জুলাইকেন্দ্রিক একটি নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৩ সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন