প্রতিনিধি লোহাগাড়া, চট্টগ্রাম
![]() |
ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডাকা বৈঠকে ছুরিকাঘাতে আবদুর রহমান (১৮) নামের এক তরুণ খুন হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের মোস্তফা নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
আজিজ নগর ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দুর রহমান বলেন, সকালে আবদুর রহমানের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় মোস্তফা নগর এলাকায় একটি বৈঠক আহ্বান করা হয়। আবদুর রহমান বৈঠকে যোগ দিতে গেলে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ছুরিকাঘাত করেন।
তিনি আরও বলেন, ছুরিকাঘাতে গুরুতর জখম হন আবদুর রহমান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন, রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েকজন এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, নিহত তরুণের লাশ বর্তমানে লোহাগাড়া থানা-পুলিশের হেফাজতে আছে। সেখান থেকে লামা থানায় আনা হবে। ঘটনার জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।