প্রতিনিধি নেত্রকোনা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল |
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয়ের অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
সংগঠন থেকে অব্যাহতি পাওয়া দুজন হলেন, নাজিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য রিপন মিয়া ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার রাতে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্যসচিব সোলাইমান হকের উপস্থিতিতে জরুরি সভা করে সংগঠনের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া অন্য দুই ব্যক্তি বিএনপির সঙ্গে সম্পর্ক নেই বলে সতর্ক করা হয়েছে। তাঁরা হলেন, নাজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়া ও বিপুল মিয়া।
যুবদল সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যুবদলের দুই নেতা– রিপন ও জাহাঙ্গীর বিভিন্ন সময় দলীয় প্রভাব খাটিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায় করছিলেন। এ ছাড়া তাঁরা স্থানীয় লোকজনদের ভয়ভীতি দেখানো, বিভিন্ন নদ–নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসা, সীমানার ব্যবসাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের ওই দুজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।
এদিকে খোকন ও বিপুলের বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে সীমান্তে চোরা চালান ব্যবসা ও মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ আছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয় ওই দুই ব্যক্তি সংগঠনের কোন পর্যায়ের সদস্য বা কর্মী নন। তাঁদের মাদক ও চোরাই ব্যবসার দায় বিএনপির ও এর কোনো অঙ্গ সংগঠন বহন করবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
এ ব্যাপারে জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। রিপন মিয়া জানান অব্যাহতি পাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে দল থেকে সিদ্ধান্তের চিঠি আনুষ্ঠানিকভাবে হাতে পাননি। আর যেসব অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেসব ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।