[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহা | লাবিবার ফেসবুক থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম লাবিবা লামিয়া তানহা। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার সকালে নিজ কক্ষে লাবিবাকে ওড়নার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাঁর মা–বাবা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাবিবার লাশ হস্তান্তর করেছে পুলিশ।

লাবিবার সহপাঠী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি ভাড়া বাসায় মা–বাবার সঙ্গে থাকতেন তিনি। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। লাবিবা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি চবির ইয়ং ইকোনমিস্ট সোসাইটি এবং ক্যারিয়ার ক্লাবেরও সদস্য ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী বলেন, ‘আমরা দুপুর ১২টার দিকে খবর পাই। তখন পুলিশ ও মেডিকেলের এক নারী চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে দরজা বাইরে থেকে লক দেখে চাবি দিয়ে খুলে তাঁরা লাবিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা বলেন, ‘আমাদের কাছে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন