বিজয় মুর্মু রাজশাহী

আরএমপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) তার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আরএমপি সদর দপ্তরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক শুরু হয়।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি  সারদা পুলিশ একাডেমির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং র‍্যাব-৫ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ প্রমুখ। 

বক্তব্যে আরএমপির কমিশনার প্রতিষ্ঠার শুরুর দিনগুলো থেকে এ পর্যন্ত অগ্রযাত্রার কথা তুলে ধরেন। তিনি বলেন, 'জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরএমপি শুরু থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। সময়ের সঙ্গে বেড়েছে সক্ষমতা ও পরিসর। এখন এটি একটি আধুনিক, সুসংগঠিত এবং স্বনির্ভর বাহিনীতে রূপ নিয়েছে।'

তিনি আরও বলেন, 'রাজশাহীকে পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও শিক্ষা-নগরী হিসেবে গড়ে তুলতে নগর পুলিশের অবদান অনস্বীকার্য। শুধু আইন প্রয়োগ নয়, নাগরিক সেবা নিশ্চিত করেও মানুষের আস্থা অর্জন করেছে তারা'।

আনুষ্ঠানিকতার পর বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। কাটা হয় কেক, হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।