প্রতিনিধি নোয়াখালী
![]() |
নাঈমা নুসরাত জাবীন | ছবি: সংগৃহীত |
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দায়িত্বে গরমিল এবং নিয়ম না মানার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীনকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। এর আগের দিন বিকেলে তাঁর স্বাক্ষরে নোটিশটি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ক্যাম্পেইনের আগে সচেতনতা বৃদ্ধির জন্য যে সভা হওয়ার কথা ছিল, সেটি অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি নির্ধারিত ব্যয়ের টাকা যথাসময়ে জমা না দেওয়ায় সরকারি তহবিল থেকে বরাদ্দ পাওয়া ৩ লাখ ২৫ হাজার ৮০০ টাকা ফেরত চলে যায়। বিষয়টি দায়িত্ব পালনে অনীহার স্পষ্ট উদাহরণ হিসেবে ধরা হয়েছে।
জানা যায়, সদর উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়ন হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। যার ফলে ব্যয়ের অর্থ যথাযথভাবে খরচ না হয়ে ফেলে রাখা হয়।
এ ছাড়া অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না, মাঝেমধ্যে অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন এবং অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যান। এসব কর্মকাণ্ডে স্থানীয় স্বাস্থ্য দপ্তরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ডা. নাঈমা নুসরাত জাবীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।