[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রতিবন্ধী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

সংবাদদাতা সিরাজগঞ্জ

এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করছেন নিহত শামীমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা | ছবি: পদ্মা ট্রিবিউন

সিরাজগঞ্জের কামারখন্দে মো. শামীম (২৮) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর মরদেহ উদ্ধারের পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন এসিআই ফুড ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন।

শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে শামীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম শেখের ছেলে। শামীম দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের খবরে শুক্রবার থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ফ্যাক্টরির ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন দেওয়ার চেষ্টাও করেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার সকাল ১১টার দিকে ভদ্রঘাটের গাইবান্ধা মোড় এলাকায় এসিআই ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে জড়ো হন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা শামীম হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। কেউ কেউ ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

শামীমের বড় বোন রেশমা বলেন, ‘আমার ভাইকে যারা মেরেছে, তাদের বিচার না হলে এই ফ্যাক্টরি চলতে দেব না।’

এসিআই ফুড ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভের সময় অফিসের কাচ, কম্পিউটারসহ নানা সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। সবকিছু ঠিক করতে অন্তত সাত দিন লাগবে।’

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, নিহতের বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিকেলে স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ ও পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা শান্ত হন এবং ঘটনাস্থল ত্যাগ করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন