প্রতিনিধি বিজয় মুর্মু

অপহরণ | প্রতীকী ছবি

রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর আদালত চত্বরের বাইরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন।

এ ঘটনায় রাজশাহীর বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ রাজপাড়া থানায় মামলা করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, পিরলী সেনপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমান ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। এই প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস খোলেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান। পরে প্রতারণার অভিযোগে তিনি মঙ্গলবার সকালে রাজশাহীর আদালতে মামলা করেন।

আব্দুল মজিদের সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫), মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ হোসেন (২৮)।

মামলা শেষে তাঁরা আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমান, তাঁর বাবা সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুব ইসলাম, ছাদিকুর রহমানসহ ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সাক্ষী সোহাগ হোসেন পালিয়ে গেলেও অন্য তিনজনকে মারধর করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়।

অভিযোগে বলা হয়, সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা তাঁদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁরা থানায় গিয়ে মামলা করেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। অপহৃতদের উদ্ধার করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’