বিজ্ঞপ্তি

বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও স্বাক্ষরপত্র তুলে দেওয়া হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তার স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফয়জার রাহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স স্কুলের ডিন অধ্যাপক শহীদুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আউয়াল, ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী, অর্থনীতি বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়জার রাহমান বলেন, 'বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং মানুষ গড়ার প্রকৃত পাঠশালা। নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়াই শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত।' 

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও স্বাক্ষরপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্দরস্থ খেলা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ইলিয়াস হোসাইন। এরপর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। গান, আবৃত্তি, নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলে।