চট্টগ্রামে আরও তিনজনের করোনা শনাক্ত
প্রকাশঃ
প্রতিনিধি চট্টগ্রাম
![]() |
| প্রতীকী ছবি |
চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের দুজন শেভরন ডায়াগনস্টিক সেন্টার এবং একজন মেট্রোপলিটন হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
গত জুন মাসের শুরু থেকে চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এরপর এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন সাতজন।

Comments
Comments