প্রতিনিধি নারায়ণগঞ্জ
![]() |
ধর্ষণ | প্রতীকী ছবি |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যালয় থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার জামপুর ইউনিয়নের মো. আব্দুল্লাহ, লাল চান মিয়া ও ফয়েজ ভূঁইয়া।
ভুক্তভোগীর ভগ্নিপতি ও পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় মো. আব্দুল্লাহ জোর করে ওই শিক্ষার্থীকে সড়ক থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে ফেলেন। পরে তার দুই বন্ধুকে মুঠোফোনে ডেকে আনেন। পরে তিনজন মিলে হাত–পা বেঁধে পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ভুক্তভোগীকে তাঁরা ছেড়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারটির সদস্যরা ঘটনাটি স্থানীয় দুই ব্যক্তিকে জানান। তাঁরা ঘটনাটি মীমাংসার আশ্বাস দেন। প্রায় দুই সপ্তাহ পরেও কোনো সুরাহা না পেয়ে সোমবার ওই শিক্ষার্থীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীর ভগ্নিপতি বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। আইন–আদালত বুঝি না। গ্রামের মাতবরেরা মীমাংসার কথা বইলা কোনো ব্যবস্থা নেয় নাই। সোমবার আমরা সোনারগাঁ থানায় গেলে একটা লিখিত অভিযোগ রাখা হয়। পরে আমাদের তালতলা ফাঁড়িতে পাঠানো হয়।’
অভিযোগের তদন্ত কর্মকর্তা তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, বুধবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী ও তাঁর পরিবারের কাউকে তিনি বাড়িতে পাননি। ঘটনার মীমাংসার চেষ্টার বিষয়ে তাঁর জানা নেই।
সোনারগাঁ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, তদন্তের দায়িত্বে থাকা এসআইকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।