সংবাদদাতা সিরাজগঞ্জ
![]() |
শাহজাহান আলী | ছবি: সংগৃহীত |
সিরাজগঞ্জের বেলকুচিতে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে থানা চত্বরে আম পাড়তে গাছে ওঠেন শাহজাহান আলী। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহান আলীর বাড়ি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামে। তাঁর বাবার নাম মৃত সেকেন্দার আলী।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন বলেন, ‘সকালে গাছে উঠে তিনি আম পাড়ছিলেন। একপর্যায়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।'