সংবাদদাতা জয়পুরহাট

ফিতা কেটে জয়পুরহাটে নতুন ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করছেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন

জয়পুরহাটে ভূমি সংক্রান্ত সরকারি সেবা সবার কাছে সহজে পৌঁছে দিতে নতুন দুইটি সহায়তা কেন্দ্র চালু হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের বৈরাগী মোড়ে ‘বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট’ ও ‘আরিফ কম্পিউটার’ নামের এই কেন্দ্র দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পরিকল্পনায় জয়পুরহাটের পাঁচ উপজেলার মধ্যে মোট ১৮টি ভূমি সহায়তা কেন্দ্র চালু করা হবে। এর অংশ হিসেবে সদর উপজেলায় দুইটি এবং কালাই উপজেলায় একটি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ নির্ধারিত ফি দিয়ে সহজে জমির খতিয়ান, নামজারি, জমির নকশা, ভূমি উন্নয়ন করসহ নানা ধরনের সেবা নিতে পারবে। এতে সরকারি সেবা সবার ঘরে পৌঁছাবে এবং কাজ হবে অনেক সহজ ও দ্রুত।