সংবাদদাতা সিরাজগঞ্জ
![]() |
অনামিকা নজরুল | ছবি: সংগৃহীত |
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি মসজিদের ছয়টি এসি বন্ধের নির্দেশ করে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এবার আরেকটি উপজেলার দায়িত্ব পাচ্ছেন। তাঁকে অতিরিক্তভাবে বেলকুচি উপজেলার ইউএনওর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বেলকুচি উপজেলার বর্তমান ইউএনও আফিয়া সুলতানা কেয়াকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। আগামী ৩ জুলাই তাঁর নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি দায়িত্ব বুঝিয়ে দেবেন কামারখন্দের ইউএনও অনামিকা নজরুলের কাছে। এতে করে অনামিকা নজরুল বেলকুচির অতিরিক্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পাওয়ার বিষয়টি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুঠোফোনে নিশ্চিত করেছেন।
এর আগে গত মে মাসে কামারখন্দ উপজেলার একটি মসজিদের ছয়টি এসি বন্ধের নির্দেশ দিয়ে ব্যাপক আলোচনায় আসেন অনামিকা। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৬ মে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। পরে সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসলে ইউএনও এসি চালু রাখার নির্দেশ দেন।