প্রতিনিধি দাউদকান্দি

ডেঙ্গু মশা প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন ডেঙ্গু রোগী উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মোট ২৯৬ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫১ জনের। এর মধ্যে ১৮ জন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। একজনকে আজ সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে আজ ৯ জুলাই সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় ১০ হাজার ৫৮ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গুরুতর অসুস্থ ৩৩ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছর দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের এক বাসিন্দা প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে উপজেলায় আক্রান্তের হার বাড়ছে। জুবাইদা আক্তার নামের এক স্কুলশিক্ষক জানান, তাঁর নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সাবিহা খন্দকার গত সোমবার থেকে ডেঙ্গুতে আক্রান্ত। পরীক্ষায় অংশ নিতে পারছে না সে।