[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ল রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন

প্রকাশঃ
অ+ অ-

হাসান জাবেদ ও মনিরুজ্জামান মিশন | ছবি: পদ্মা ট্রিবিউন  

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। এ ছাড়া ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে শুক্রবার বার্ষিক সাধারণ সভা শেষে বিকেলে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত। এ সময় নির্বাচন কমিশনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে ফোরামের বার্ষিক সাধারণ সভা হয়।

২০২৫-২০২৬ সালের এবারের কমিটিতে সহসভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক পদে এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী (বিবিসি বাংলা) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা শেষে। ২৭ জুন ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন  
 
সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, মাশহুদুল হক ও শামীমা আক্তার, ফোরামের সিনিয়র সদস্য কাজী আবদুল হান্নানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতা এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন