[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিঙ্গাপুরগামী বিমানের পাখায় পাখির আঘাত, ফিরল শাহজালাল বিমানবন্দরে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ছবি: বিমানের ওয়েবসাইট থেকে নেওয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজের পাখায় পাখির ধাক্কা লাগে।  আজ শুক্রবার সকালে এ কারণে গন্তব্যে না গিয়ে উড়োজাহাজটি আবার ঢাকায় ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-৫৮৪ নম্বর আন্তর্জাতিক ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। এটি সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর, প্রায় ২ হাজার ৫০০ ফুট উচ্চতায় থাকাকালে, উড়োজাহাজের একটি পাখায় পাখির আঘাত লাগে। এতে পাইলট সতর্কতা অবলম্বন করে ফ্লাইটটি ফিরে আনার সিদ্ধান্ত নেন।

সকাল ৮টা ৫৯ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বে নম্বর ১৪-তে সেটি পার্ক করা হয়।

অপূর্ব দেওয়ান বলেন, ‘উড়োজাহাজের পাখায় পাখির ধাক্কা লাগলেও এতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ফ্লাইটটি নিরাপদে ফিরে এসেছে। যাত্রী ও ক্রু—সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।’

তিনি আরও জানান, বিজি-৫৮৪ ফ্লাইটের যাত্রীদের আরেকটি উড়োজাহাজে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন