[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাজিলের হারানো গৌরব ফেরাবেন আনচেলত্তি, বিশ্বাস ‘সাদা পেলে’র

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি |  ফাইল ছবি 

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্লো আনলচেত্তিকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন ব্রাজিলিয়ানরা। তাঁদের অনেকেরই বিশ্বাস আনচেলত্তিই পারবেন ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে। অভিজ্ঞ এই কোচের হাত ধরে যেসব ব্রাজিলিয়ান নতুন দিনের সম্ভাবনা দেখছেন, তাঁদের মধ্যে আছেন কিংবদন্তি জিকোও।

‘সাদা পেলে’খ্যাত সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার মনে করেন, ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে আনচেলত্তির দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। পাশাপাশি ব্রাজিলের খেলোয়াড়দের প্রতি আনচেলত্তির বিশেষ টানও আছে। এ বিষয়গুলো ব্রাজিল দলে সাবেক রিয়াল মাদ্রিদ কোচের কাজকে অনেক সহজ করে দিতে পারে।

বর্তমানে জে-লিগ ক্লাব কাশিমা অ্যান্টলার্সের উপদেষ্টা হিসেবে কাজ করছেন ৭২ বছর বয়সী জিকো। বার্তা সংস্থা এএফপির সঙ্গে আলাপকালে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেছেন, ‘আনচেলত্তি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। তিনি বিভিন্ন দলে ব্রাজিলিয়ানদের নিয়ে কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং সব সময় ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রশংসা করেছেন। পাশাপাশি তাদের এমনভাবে খেলিয়েছেন, যাতে তারা তাকে সাহায্য করতে পারে।’

আনচেলত্তির ফুটবলদর্শনও ব্রাজিলকে উত্তরণে সহায়তা করবে বলে বিশ্বাস জিকোর, ‘আনচেলত্তির ফুটবল সম্পর্কে গভীর বোঝাপড়া আছে, তিনি ফুটবলকে ভালোবাসেন। ফুটবলের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ব্রাজিলিয়ান মানসিকতার সঙ্গে অনেকটাই মিলে যায়। এ কারণেই আমি বিশ্বাস করি, তিনি সফল হতে পারবেন। তিনি তার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের বিকশিত হতে সাহায্য করতে পারবেন।’

ব্রাজিল নিজেদের ঐতিহ্যের বাইরে গিয়ে প্রথমবারের মতো কোনো নন-ব্রাজিলিয়ান কোচকে পূর্ণ মেয়াদে ডাগআউটে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনাও আছে।

তবে বর্তমান সময়টা ব্রাজিলিয়ান কোচদের ভালো যাচ্ছে না বলে মনে করেন জিকো, ‘এই সময়টা ব্রাজিলিয়ান কোচদের জন্য ভালো নয়। শুধু ব্রাজিলে না, গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন এমন কাউকে আনা উচিত যিনি সেরা। আমার মতে ব্রাজিল সেরা কোচকেই দলে এনেছে। আমার কাছে সে সেরা। তাই এটা অভিযোগের কোনো কারণ দেখি না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন