[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জ রেলস্টেশন থেকে ১৬ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সিরাজগঞ্জ

নিখোঁজ জিল্লার রহমান |  ছবি : পরিবারের সৌজন্যে

সিরাজগঞ্জের কামারখন্দে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন জিল্লার রহমান (৫২) নামের বাক্‌প্রতিবন্ধী এক ব্যক্তি। উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে ১৩ জুন তিনি হারিয়ে যান।

জিল্লার রহমান উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সোবহান মন্ডল ও আটিয়া খাতুন দম্পতির ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওই জিডি সূত্রে জানা যায়, ১৩ জুন সকালে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে জামতৈল রেলস্টেশনে আসেন জিল্লার রহমান। তাঁর সঙ্গে ছিলেন পাঁচ স্বজন। বাকি চারজন ট্রেনে উঠেছিলেন। ট্রেনে ওঠার পর তাঁরা জিল্লার রহমানকে পাননি। তাঁরা ভেবেছিলেন, জিল্লার রহমান ট্রেনে উঠতে পারেননি। পরে পরিবারের অন্য সদস্যরা জামতৈল রেলস্টেশনসহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় তাঁর স্ত্রী ১৪ জুন কামারখন্দ থানায় একটি জিডি করেন।

নিখোঁজ জিল্লার রহমানের ভাতিজা মইদুল ইসলাম বলেন, ‘আমার চাচার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও সাদা চেক লুঙ্গি। তিনি বাক্‌প্রতিবন্ধী। একা চলাফেরা করা তাঁর পক্ষে কঠিন। তাঁকে দ্রুত খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।’

কামারখন্দ থানার ওসি আবদুল লতিফ  বলেন, ইতিমধ্যে এ বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তি বাক্‌প্রতিবন্ধী। বিষয়টি একটু জটিল হলেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন