[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কয়েকজন |  ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে তেজগাঁও থানার মণিপুরিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনও গ্রেপ্তার হয়েছেন। ভোররাতে ঢাকার নবাবগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ।

এ ছাড়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলামকে শনির আখড়া এলাকা থেকে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে।

ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাও এই অভিযানে গ্রেপ্তার হন। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহায়াবকে কলাবাগান এলাকা থেকে, ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে রাত দুইটার দিকে মিরপুর এলাকা থেকে এবং রাত দেড়টার দিকে ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক জাকির হোসেন আলীকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার পরিকল্পনায় সক্রিয় ছিলেন এবং সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। এঁদের কারও কারও বিরুদ্ধে আগেই মামলা ছিল, আবার কয়েকজনের বিরুদ্ধে নতুন মামলা প্রক্রিয়াধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন