[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চারজনই বরগুনার

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

এডিস মশা | প্রতীকী ছবি

দক্ষিণের জেলা বরগুনাতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুই–ই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে এই জেলায় নতুন করে ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪ জন। এ নিয়ে এই জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১২৪ জনই বরিশাল বিভাগের। তার মধ্যে শুধু বরগুনায় ভর্তি হয়েছেন ৬৭ জন।

সর্বশেষ হিসাব বলছে, সারা দেশে গতকাল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনায় ৪ জন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। ডেঙ্গুতে এ বছর সারা দেশে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন মারা গেছেন ঢাকার দুই সিটি করপোরেশনে।

প্রতিবছর ডেঙ্গুর সংক্রমণ ঢাকাসহ বড় বড় শহরগুলোতে দেখা দেয়। তারপর তা অন্যান্য ছোট শহর বা গ্রামে ছড়িয়ে পড়তে দেখা যায়। কিন্তু এ বছর মে মাস থেকে বরিশাল বিভাগের জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বরিশাল বিভাগের প্রতিটি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ বছর সারা দেশের ৫ হাজার ৫৭০ জন ভর্তি হওয়া রোগীর মধ্যে শুধু বরিশাল বিভাগের রোগী ২ হাজার ৪৮৮ জন। অর্থাৎ ৪৫ শতাংশ রোগী এই বিভাগের ছয় জেলার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বরগুনায় ১৯৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন