[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুন্দরগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেপ্তার, ইয়াবা জব্দ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাইবান্ধা

সুন্দরগঞ্জে বিএনপির দুই নেতা পুলিশ হেফাজতে | ছবি: পদ্মা ট্রিবিউন  

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০টি ইয়াবা বড়িসহ যুবদল ও তাঁতী দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বামনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ধরা পড়া দুই ব্যক্তি হলেন সুন্দরগঞ্জ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোনারুল ইসলাম মোনা (৩০) এবং উপজেলা তাঁতী দলের সদস্য মো. রায়হান মিয়া বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)। দুজনেরই বাড়ি সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকায়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘গোপন খবরে পুলিশ জানতে পারে, দুজন মাদক নিয়ে বামনডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে পৌর এলাকায় ঢুকছে। খবর পেয়ে ব্র্যাক মোড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে দুজনকেই ধরে ফেলে। পরে মোনার কোমর থেকে কাগজে মোড়ানো ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।’

ওসি আরও জানান, 'এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন