[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে তীব্র যানজট, নগরবাসীর দুর্ভোগ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলনের সমাবেশের কারণে যানজট সৃষ্টি হয়েছে। ছবিটি শনিবার দুপুরে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন  

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের কারণে রাজধানীর আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে যাত্রী, চালক ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শহরের বেশিরভাগ প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধের পথে।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কাকরাইল এলাকায় দেখা গেছে, শহরের বাইরের কয়েকশ গাড়ি বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা হয়েছে।

দুপুরের পর থেকে গুলিস্তান থেকে শুরু করে আশপাশের সড়কগুলোতে মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আগাচ্ছেন। সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত পথেও যানজট ও ভিড় বেশি লক্ষ্য করা গেছে। যানবাহনগুলো বিকল্প রুটে চলাচল করছে। বিশেষ করে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ ও ফার্মগেটগামী গাড়িগুলো হেয়ার রোড এবং কাকরাইল হয়ে যাচ্ছে।

মানুষের ভিড়ে রিকশায় চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া সড়কে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে যানজট আরও বাড়ছে বলে জানান পথচারী ও যাত্রীরা।

অপরদিকে, ইসলামী আন্দোলনের নেতারা মনে করেন, দীর্ঘদিন পর এত বড় সমাবেশ হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সাময়িক কষ্ট সহ্য করলেও নগরবাসী পরিবর্তনের পক্ষে অবস্থান নেবেন বলে তাদের প্রত্যাশা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন