[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোতাহার হোসেনের গাড়ি জব্দ করল পুলিশ, আটক চালক ও সহকারী

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়। আজ সকালে কালীগঞ্জ থানায় | ছবি: পদ্মা ট্রিবিউন

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের একটি বিলাসবহুল গাড়ি আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় (৪২) ও তাঁর সহকারী আবদুল আজিজকে (৫২) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় এ ঘটনা ঘটে। আটক কাজল হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ও আজিজ দোলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, আজ ভোরে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়ার একটি বাড়ি থেকে টয়োটা কোম্পানির একটি গাড়ি বের হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে গাড়িটিকে ধাওয়া দেন। প্রায় ৪০ কিলোমিটার দূরে পাশের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার একটি পেট্রলপাম্পের কাছে পৌঁছালে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে পুলিশে খবর পাঠান। পুলিশ গাড়িটি জব্দ করে এবং চালক কাজল ও তাঁর সহকারী আজিজকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, প্রাথমিক তদন্ত ও বিআরটিসির ফিটনেস সনদ অনুযায়ী গাড়িটি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের বলে জানা গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন