[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক সেনাসদস্য নিহত, বাসে অগ্নিসংযোগ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি শেরপুর

বিক্ষুব্ধ এলাকাবাসী সাবেক সেনাসদস্যকে চাপা দেওয়া বাসটিতে আগুন দেয়। আজ রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত সেনাসদস্যের নাম মজনু মিয়া। তিনি হাওড়া কামারবাড়ি গ্রামের সফর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মজনু মিয়া মোটরসাইকেলে শেরপুর শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। বাঁশতলা এলাকায় পৌঁছালে ‘সাম্মি ডিলাক্স’ নামের একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এরপর উত্তেজিত এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। তবে এলাকাবাসীর বাধার মুখে সেটি ফিরে যায়। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন