[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে দিনভর চাকরি মেলা, ২৫০ জন পাচ্ছেন চাকরি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রঙিন বেলুন উড়িয়ে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন  

কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার যুবকদের জন্য রাজশাহীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা। ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর নভোথিয়েটার মিলনায়তনে শুরু হয় এ মেলা। দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরিপ্রার্থীরা পছন্দমতো পদের জন্য আবেদন ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পান।

মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান। স্বাগত বক্তব্য দেন ইউসেপ রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম।

সকাল থেকেই মেলায় ভিড় করেন চাকরিপ্রত্যাশীরা। প্রাণ-আরএফএল, মেঘনা গ্রুপ, বিডিজবস.কমসহ ২০টি প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেন অনেকে। কেউ কেউ তাৎক্ষণিক সাক্ষাৎকারও দেন। 

আয়োজকেরা জানিয়েছেন, রেজিস্ট্রেশন ফি ছাড়াই প্রায় ২৫০ জনকে সরাসরি চাকরি দেওয়া হবে। প্রায় এক হাজার প্রার্থী আবেদন করেছেন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ওয়েল্ডিং, অটোমোবাইল, গার্মেন্টস টেকনিশিয়ান, রেফ্রিজারেশন, ওয়েব ডিজাইন ও কম্পিউটার অপারেশনের মতো বিভিন্ন পেশাগত পদে নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ শহরের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা করে আসছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন