রাজশাহীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা উৎসব
![]() |
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। রাজশাহীর নগরীর আলুপট্টি মোড়ে, ২৭ জুন, ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীতে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শুরু হয়েছে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব জগন্নাথ রথযাত্রা। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে সপ্তাহব্যাপী এই ধর্মীয় আচার শেষ হবে।
শুক্রবার চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উৎসবের সূচনা হয়। রথযাত্রার বিশেষ দিনে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির নানা সাংস্কৃতিক ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এরই মধ্যে কয়েক হাজার ভক্ত রথবাড়ির সামনে এসে রথ টানার আনন্দঘন মিছিল উপভোগ করেন।
নগরীর রেশমপট্টির ইসকন মন্দির থেকে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ঢাক-ঢোলের তাল, কীর্তন ও ধর্মীয় প্রতীক সম্বলিত ব্যানারে সজ্জিত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। এছাড়া আয়োজিত হয় হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
আয়োজকরা জানান, জগন্নাথকে জগতের রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তার করুণা লাভের আশায় প্রতি বছর রথযাত্রার আয়োজন করা হয়।
রথযাত্রার আনন্দে নগরীর আলুপট্টি থেকে সাগরপাড়া বটতলা মোড় পর্যন্ত বিস্তৃত এলাকায় বসেছে মেলা। মেলায় শিশুদের খেলনা, মাটির তৈজসপত্র, কাঠের তৈরি ঘরগৃহস্থালির সামগ্রী, বিভিন্ন ধরনের মিষ্টি ও ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যাচ্ছে।
রথযাত্রা শেষে রাজশাহী ইসকন মন্দিরের পুরোহিত রমেশ্বর গৌর দাস ব্রহ্মচারী বলেন, ‘রথযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এখানে এ উৎসব হয়ে আসছে। এবার এমন একটা সময়ে রথযাত্রা উৎসব হচ্ছে, যখন করোনাভাইরাস আবার মাথাচাড়া দিয়েছে। এখন আমাদের সতর্ক থাকতে হবে। আগত সবাইকে আমি অনুরোধ করেছি স্বাস্থ্যবিধি মেনে চলতে।’
একটি মন্তব্য পোস্ট করুন