[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যুক্তরাষ্ট্রে নয়, কানাডায় নতুন দায়িত্বে যাচ্ছেন বিদায়ী পররাষ্ট্রসচিব

প্রকাশঃ
অ+ অ-

কূটনৈতিক প্রতিবেদক ঢাকা

মো. জসীম উদ্দিন | ছবি: চীনে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া

বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে। হাইকমিশনার হিসেবে তাঁর নিয়োগের প্রস্তাব কানাডার কাছে দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা রয়েছে।

দায়িত্ব দেওয়ার আট মাসের মাথায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে তাঁর পদ থেকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে দেশের পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

পররাষ্ট্রসচিব পদে রদবদলে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর জল্পনা ছিল, ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হবেন জসীম উদ্দিন। কিন্তু সরকার তাঁকে যুক্তরাষ্ট্রে নয়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সরকার জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আর জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে।

গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৭তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. জসীম উদ্দিন। দায়িত্ব পালনের আট মাসের মাথায় গত ২২ মে তিনি ছুটিতে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন