[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মায়ামি বনাম পিএসজি: মেসির নতুন অধ্যায়ের লড়াই

প্রকাশঃ
অ+ অ-

আবিদুল ইসলাম ঢাকা

ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি | ফাইল ছবি

মুখোমুখি দাঁড়িয়ে স্মৃতি ও সময় অথবা ফেলে আসা প্রেম ও বিষাদের সামনে মহাকালের নায়ক, নাকি গুরু বনাম শিষ্য—কী হবে এ ম্যাচের পূর্বকথার শিরোনাম!

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি পিএসজি আর ইন্টার মায়ামি। লিওনেল মেসির সাবেক বনাম বর্তমান ক্লাবের মুখোমুখি লড়াই—ম্যাচটির সবচেয়ে বড় ট্যাগলাইন হতে পারে এটি। কিন্তু এ ম্যাচের প্রিভিউ লিখতে গিয়ে যে কেউই হয়তো আবিষ্কার করবেন, লড়াইটির পরতে পরতে লুকিয়ে আছে কথকতা! প্রেম ও বিষাদময় তেতো বিচ্ছেদের গল্প তো আছেই, আছে সাবেক গুরুর মুখোমুখি হতে যাওয়ার কাহিনি। এখানে একসময়ের সতীর্থ বা বন্ধু অবতীর্ণ হবে একে অপরের তুমুল ‘শত্রু’রূপে!

মায়ামি-পিএসজি ম্যাচ ঘিরে এসব ট্যাগলাইন আসছে মূলত লিওনেল মেসির কারণে। মেসির লম্বা আর বর্ণাঢ্য ক্যারিয়ারের এক বাঁকে দুটি মৌসুম কেটেছে প্যারিসে, পিএসজির জার্সিতে। খুব আগের কথা তা নয়। ২০২১ সালে মুক্ত খেলোয়াড় হিসেবে বার্সেলোনার চিরন্তন নাম পাড়ি জমান প্যারিসের ক্লাবটিতে। প্যারিসে মেসির শুরুর দিনগুলোয় তাঁর প্রতি কী প্রেম আর ভালোবাসাই না ছিল পিএসজি সমর্থকদের। সেখানে তাঁর নামে তোলা হতো স্লোগান। কিন্তু মেসিকে ঘিরে পিএসজির যে স্বপ্ন ছিল, চ্যাম্পিয়নস লিগ জয়ের সেই স্বপ্ন পূর্ণতা না পাওয়ায়, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে গেলেন ‘খলনায়ক’। তাঁকে দুয়ো দিতেও দ্বিধা করেনি পার্ক দো প্রিন্সেসের দর্শক!

হঠাৎই বিষাদে রূপ নেয় প্রেম। তৈরি হয় তোতো এক বিচ্ছেদের গল্প। হৃদয়ভাঙা সেই তেতো স্বাদ মেসি পিএসজি ছাড়ার পরও ভোলেননি। ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর একবার তিনি বলেছিলেন, ‘প্যারিসে আমি দুটি বছর মোটেই উপভোগ করিনি।’ মেসিকে ঘিরে তৈরি হওয়ার স্বপ্ন পূর্ণতা না পাওয়ায় পিএসজির হতাশাও যে কাটেনি, সেটা স্পষ্ট হয়েছে গত পরশু মায়ামির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি পত্রিকা লে’কিপের একটি শিরোনামে, ‘সবকিছু ক্ষমা করে দেওয়া হয়নি।’

পিএসজি ম্যাচের আগে লে’কিপের এমন শিরোনামে যেন খুশিই হয়েছেন মায়ামির কোচ এবং মেসির সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা সতীর্থ হাভিয়ের মাচেরানো। তাই তো তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার যে সে যদি মেজাজ খারাপ নিয়ে খেলে, তাহলে আমাদের জন্য ভালো। কারণ, সে সেই ধরনের একজন খেলোয়াড়, যখন সে মাথার মধ্যে কিছু নিয়ে খেলে, বাড়তি চেষ্টা করে।’ লে’কিপের শিরোনাম, মাচেরানোর কথা আর অতীত ইতিহাস মিলিয়ে বলাই যায়—আজ পিএসজি-মায়ামি শুধুই একটি ম্যাচ নয়; এ যেন মুখোমুখি স্মৃতি আর সময়, হৃদয়ভেজা এক পুনর্মিলনী!

এ তো শুধু ‘মুখোমুখি দাঁড়িয়ে স্মৃতি ও সময়’ আর ‘প্রেম ও বিষাদের সামনে মহাকালের নায়ক’ শিরোনাম দুটির ভাঁজ খোলা হলো। গুরু-শিষ্যর লড়াইটা কী? মায়ামিতে মেসিকে আজ সংগত করবেন তাঁর সাবেক তিন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজ। অন্যদিকে আজ পিএসজির ডাগআউটে থাকবেন লুইস এনরিকে। যাঁর অধীনে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন মেসি-সুয়ারেজ-আলবা-বুসকেতসরা। মেসি মাঠে থেকে না পারলেও এনরিকে ডাগআউটে দাঁড়িয়ে পিএসজির স্বপ্ন পূরণ করেছেন—প্যারিসের ক্লাবটিকে জিতিয়েছেন সদ্য শেষ হওয়া মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শিরোপা! স্প্যানিশ এই কোচের টেকনিক ও ট্যাকটিকসের ওপর আজও আস্থা রাখছে পিএসজি—এবার মেসির সঙ্গে ‘যুদ্ধ’টাও জেতাবেন তিনি। ফুটবলপ্রেমীরা তাই আজ সাবেক গুরু-শিষ্যের জমজমাট এক লড়াই দেখার অপেক্ষাতেই আছেন। কুরুক্ষেত্রে যেমন জমেছিল গুরু দ্রোণাচার্য আর শিষ্য অর্জুনের লড়াই! 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন