[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তেহরানে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রতীকী ছবি

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা জানান।

তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফয়জুল হাকিম বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বর্বরোচিত হামলা পরিচালনা করেছেন। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান রোধে ইসরায়েল এই বিমান হামলা চালায়। পশ্চিম এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এই হামলা পরিচালনা করেছে। তারা ইরানের বিরুদ্ধে কার্যত এক দীর্ঘমেয়াদি যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধ সে অঞ্চলের জনগণের জীবনের নিরাপত্তা ও শান্তি বিপন্ন করবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রভৃতি দেশের মদদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের গাজায় গণহত্যা পরিচালনা করে আসছে। বিশ্ব জনমতকে অগ্রাহ্য করে গাজায় এই গণহত্যা অব্যাহত আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় গণহত্যা বন্ধে অবিলম্বে বিনা শর্তে ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী রাষ্ট্র। ভোটদানে বিরত থাকার মাধ্যমে ইসরায়েলকে মদদ জুগিয়ে চলেছে ভারতসহ বিভিন্ন প্রতিক্রিয়াশীল রাষ্ট্র।

বিবৃতিতে ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানায় দলটি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন