[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাসিনা পরিবারের নামে ৯৭৭ স্থাপনার তালিকা, অধিকাংশের নাম বদল

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল এখন কর্ণফুলী টানেল | ছবি: পদ্মা ট্রিবিউন

চলতি বছরের ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকেই তাঁর, তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে নামকরণ করা বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানের নাম বদলে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কার্যালয়টি জানায়, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে মোট ৯৭৭টি স্থাপনা, সড়ক ও প্রতিষ্ঠান শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামে নামকরণ করা হয়। এর মধ্যে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, বড় সেতু, মহাসড়ক, সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণাকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এসবের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। বাকিগুলোর কাজও চলছে।' 

গত বছরের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুরনো সরকারের সময় বিভিন্ন ব্যক্তির নামে দেওয়া সরকারি স্থাপনাগুলোর নাম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন