খিলক্ষেত দুর্গা মন্দির উচ্ছেদের ঘটনায় পূজা উদযাপন পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোগো | ছবি : সংগৃহীত |
রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে থাকা দুর্গা মন্দির ও প্রতিমা উচ্ছেদ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দুই সংগঠনের নেতারা এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, পবিত্র রথযাত্রার আগের দিন বুলডোজার চালিয়ে মন্দির ও প্রতিমা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। যদিও রেলের জমি দাবি করা হয়েছে, কিন্তু আশপাশের অনেক অবৈধ স্থাপনা এখনো অক্ষত রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল যৌথভাবে এই বিবৃতি দেন।
বিবৃতিতে সম্প্রতি লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার বিষয় তুলে ধরে বলা হয়, ধর্মীয় সহনশীলতা রক্ষায় সরকারকে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। জাতীয় স্বার্থেই এ বিষয়ে অবিলম্বে দায়িত্বশীল পদক্ষেপ জরুরি বলে মনে করে দুই সংগঠন।
Comments
Comments