[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

করোনাভাইরাস | ছবি: এআই দিয়ে তৈরি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ জনে। 

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে তিনজন, শেভরণ ল্যাবে ছয়জন, মেট্রোপলিটন হাসপাতালে দুজন ও পার্কভিউ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 'গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫১ জনের। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১০ জন ও বিভিন্ন উপজেলার দুজন।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন