[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে, বাবা-ছেলে আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি লালমনিরহাট

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লালমনিরহাটে আটক হন সেলুনকর্মী পরেশ চন্দ্র শীল ও তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল |  ছবি: সংগৃহীত

লালমনিরহাট শহরের একটি সেলুন থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে এক সেলুনকর্মী বাবা ও ছেলেকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার বিকেলে হানিফ পাগলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—পরেশ চন্দ্র শীল (৬৯) ও তাঁর ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। তাঁরা দুজনেই স্থানীয় ওই সেলুনে কাজ করেন।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী মিয়া জানান, 'জোহরের নামাজের পর কিছু লোক সেলুনে গিয়ে বাবা-ছেলেকে আটক করে এবং থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের হেফাজতে নেয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।' 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সেলুনে চুল কাটতে যাওয়া এক কিশোর পরেশ চন্দ্রের দেওয়া ‘আপত্তিকর’ মন্তব্যের কথা জানায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে উত্তেজনা দেখা দেয়।

রোববার সন্ধ্যায় সদর থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রেলওয়ে স্টেশন মসজিদ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আতিকুর রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন