[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পলাশী দিবস উপলক্ষে হেরিটেজ রাজশাহীর আলোচনা সভা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

পলাশী দিবস উপলক্ষে আয়োজিত সভায় অতিথিদের উপস্থিতি | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীতে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সোমবার বিকেলে শাহ মখদুম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘হেরিটেজ রাজশাহী’।

আলোচকরা বলেন, পলাশীর যুদ্ধের পর বাংলার ইতিহাসে যে বয়ান তৈরি হয়েছে, তা মূলত ঔপনিবেশিক ভারতীয় সাম্রাজ্যবাদের স্বার্থেই গড়ে উঠেছে। প্রায় পাঁচ শতকব্যাপী মুসলিম শাসনামলের ইতিহাস, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উপেক্ষা করে যে প্রচার চালানো হয়েছে, তাতে সাম্প্রদায়িকতা ও মুসলিমবিদ্বেষের প্রবণতা প্রবেশ করেছে।

বক্তারা আরও বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী।

‘পলাশী পরবর্তী বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের চিত্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও কলামিস্ট সরদার আবদুর রহমান। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।

আলোচনায় অংশ নেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী আবুল কাসেম, ড্যাবের বিভাগীয় সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. পারভেজ আজহারুল হক ও অধ্যাপক ডা. সাহাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, কবি মোস্তাক রহমান এবং ছাত্রনেতা মিশকাত মিশু।

সভায় আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক ডা. নাজিব ওয়াদুদ এবং শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এএসএম রেজাউল ইসলাম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন