[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে এইচএসসি পরীক্ষা শুরুর আগে সড়কে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। এ সময় অধিকাংশ অভিভাবক ও পরীক্ষার্থীর মুখে মাস্ক দেখা যায়নি। আজ সকাল নয়টায় | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশে করোনার প্রকোপ থাকায় এবার এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বাড়তি সতর্কতা জারি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১১৫টি কেন্দ্রেও এ সতর্কতা জারি করা হয়েছে। এবার পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত মাস্ক ও স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষা করা অধিকাংশ পরীক্ষার্থীদের মুখে মাস্ক দেখা যায়নি। আবার ভিড়ের মধ্যে থাকা অভিভাবকদের মুখেও ছিল না মাস্ক। তবে শিক্ষার্থীদের জন্য কেন্দ্র থেকে মাস্ক দেওয়া হয়েছে। অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগেই স্যানিটাইজার দেওয়া হচ্ছে হাতে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে পরীক্ষা। চট্টগ্রাম বোর্ডে এ বছর সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী আছেন ৭১ হাজার ৯৪৭ জন। চট্টগ্রাম নগরে এবার পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৮০ জন।

চট্টগ্রাম নগরে চট্টগ্রাম কলেজ, সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ মোট ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগ্রাবাদ এলাকায় সরকারি কমার্স কলেজে সকাল সাড়ে আটটা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে। তবে অধিকাংশের মুখে মাস্ক ছিল না। কেউ কেউ আশপাশের দোকান থেকে কিনে নিয়েছেন।

তবে শিক্ষার্থীদের জন্য কেন্দ্রের ভেতরেই মাস্ক রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রেও মাস্ক ও স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। অভিভাবকেরা ঘর থেকে মাস্ক পরে এলে ভালো হয়।

চট্টগ্রাম কলেজে এইচএসসি পরীক্ষা শুরুর আগে সড়কে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়। এ সময় অধিকাংশ অভিভাবক ও পরীক্ষার্থীর মুখে মাস্ক দেখা যায়নি। আজ সকাল নয়টায়  | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে নকল প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোর আশপাশে ২ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার জেলায় ১২ হাজার ৮৪৪ জন, রাঙামাটিতে ৫ হাজার ৫৮২ জন, বান্দরবানে ৩ হাজার ৮৭৮ জন ও খাগড়াছড়িতে ৭ হাজার ১২১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৪৬ হাজার ৭১৮, বিজ্ঞানে ২২ হাজার ৬৮৬, ব্যবসায় শিক্ষায় ৩৩ হাজার ৫৭০ ও গার্হস্থ্য বিভাগ থেকে ১ জন পরীক্ষা দিচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন